
১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন জিওফ। আর মিচেল জিতেছেন ২০২৩ বিশ্বকাপ। মজার ব্যাপার হলো, পিতা-পুত্র দুজনেরই বিশ্বকাপ জয় ভারতের মাটিতে। ৩৬ বছর আগে কলকাতার ইডেন গার্ডেনসে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি উদ্যাপন করেছিলেন জিওফ মার্শ। এবার তার ছেলে মিচেল মার্শ সেই ভারতেরই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ট্রফি উদ্যাপন করলেন।
অস্ট্রেলিয়ার বর্তমান দলে গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার মিচেল মার্শ। তার বাবা জিওফ মার্শও একটা সময় ছিলেন অসি দলের গুরুত্বপূর্ণ সদস্য। দেশের হয়ে ৫০টি টেস্ট এবং ১১৭টি ওয়ানডে খেলেছেন জিওফ মার্শ।
বাবা-ছেলের বিশ্বকাপ জয়ের কীর্তিতে অবশ্য ২০২১ সালেই নাম উঠিয়েছিলেন জিওফ মার্শ আর মিচেল মার্শ। সে বছর দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া, মিচেল মার্শ ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে ওয়ানডে বিশ্বকাপ জয়ের কীর্তিতে বাবার সঙ্গে নাম লেখানোর স্বপ্নটা এবারই পূরণ হলো মিচেল মার্শের।
তবে কিছুটা আক্ষেপ রয়ে যেতে পারে বাবা ও ছেলের। কারণ মিচেল মার্শের বড় ভাই শন মার্শ ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেননি। ২০১৯ সালে অস্ট্রেলিয়া দলে ছিলেন শন মার্শ। তবে সেবার অস্ট্রেলিয়া সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ডের কাছে হেরে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]