বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নতুন লক্ষ্যে পাকিস্তান
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১৯:০০
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নতুন লক্ষ্যে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের সামনে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৪০২ রানের লক্ষ্যে নেমে ২১.৩ ওভারে পাকিস্তান ১ উইকেটে ১৬০ রান তোলার পর ঝমঝমিয়ে নামে বৃষ্টি। বৃষ্টি বন্ধ হলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।


ওভার কাটা হয়েছে ৯টি। অর্থাৎ এখন ৪১ ওভারে এখন ৩৪২ করতে হবে পাকিস্তানকে। হাতে আছে ৯টি উইকেট। এবার জয়ের জন্য তাদের ১৯.৩ ওভারে চাই ১৮২ রান।


৪০২ রানের টার্গেটে খেলতে নেমে ২১ ওভার ৩ বলে পাকিস্তান ১ উইকেট হারিয়ে তুলেছিল ১৬০ রান। ক্রিজে আছেন শতক হাঁকানো ওপেনার ফখর জামান ও অর্ধশতকের পথে থাকা পাকিস্তানের কাপ্তান বাবর আজম।


টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাবর আজম। সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে রাচিন রবীন্দ্রের সেঞ্চুরি এবং কেন উইলিয়ামসনের ৯৫ রানের ইনিংসে ভর করে ৪০১ রানের সংগ্রহ দাঁড় করা কিউইরা। বিশ্বকাপে এটিই কিউইদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।


এই ম্যাচ জিতলেই নিউজিল্যান্ড সেমির দৌড়ে আরো অনেকটা এগিয়ে যাবে। আর হারলেই বাবররা কার্যত ছিটকে যাবে এবারের বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার দৌড় থেকে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com