স্লো ওভার রেটের কারণে হার্দিকের ২৪ লাখ রুপি জরিমানা
প্রকাশ : ০১ মে ২০২৪, ১৭:২৫
স্লো ওভার রেটের কারণে হার্দিকের ২৪ লাখ রুপি জরিমানা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সুখবরের দিনটা মোটেও ভালো কাটল না হার্দিক পান্ডিয়ার। গতকাল রাতেই মার্কাস স্টইনিসের অলরাউন্ড পারফরম্যান্সে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চার উইকেটে হারে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক এদিন মাঠে দেখেছেন দলের হার, নিজে হয়েছেন গোল্ডেন ডাকের শিকার। আর দল হারার পর স্লো ওভার রেটের কারণে ম্যাচ শেষে জরিমানা গুণেছেন ২৪ লাখ রুপি।


লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মুম্বাই জড়ো করে মাত্র ১৪৪ রান, যে লক্ষ্য ১৯.২ ওভারে হেসেখেলে তাড়া করে ফেলে লক্ষ্ণৌ। তবে মুম্বাই বল হাতে সময় ক্ষেপণ করেছে একটু বেশি।


এ নিয়ে আসরে দ্বিতীয়বার স্লো ওভার রেটের খড়গ পরায় হার্দিককে এবার ২৪ লাখ ভারতীয় রুপি জরিমানা করেছে বিসিসিআই। আসরের বাকি অংশে আর একবার স্লো ওভার রেটে অভিযুক্ত হলে ৩০ লাখ রুপি জরিমানার পাশাপাশি এক ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করতে হবে হার্দিককে।


প্রথমবার স্লো ওভার রেটের শাস্তিটা অধিনায়ক একাই পান। দ্বিতীয়বার পেতে হয় দলবল নিয়ে। ব্যতিক্রম হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের বাকি ক্রিকেটারদের ক্ষেত্রেও। হার্দিকের ২৪ লাখ রুপি জরিমানার দিনে মুম্বাইয়ের বাকি ক্রিকেটাররা ম্যাচ ফি'র ২৫ শতাংশ বা ৬ লাখ রুপি করে জরিমানা গুনেছেন।


এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, স্লো ওভার রেটের কারণে মোট ২৪ লাখ রুপি জরিমানা গুনছেন মুম্বাই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ক। এর আগে পাঞ্জাব কিংসের বিপক্ষে স্লো ওভাররেটের কারণে জরিমানা গুনেন হার্দিক। এ নিয়ে দ্বিতীয়বার একই রকম কাজ করায় এবার ১২ লাখের জায়গায় ২৪ লাখ রুপি জরিমানা গুনছেন তিনি। একইসাথে দলের বাকি সদস্যদের ম্যাচ ফি’র ২৫ শতাংশ (প্রায় ছয় লাখ রুপি) জরিমানা করা হয়েছে।


বিবৃতিতে আইপিএল ম্যানেজমেন্ট বলেছে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে স্লো ওভারে রেটের কারণে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। হার্দিকের দল দ্বিতীয়বার এই ভুল করেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী মন্থর বোলিং করলে জরিমানা করা হয়। দ্বিতীয়বার এই ভুল করায় মুম্বাইয়ের অধিনায়ককে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ারসহ একাদশের বাকি সদস্যদের ছয় লাখ রুপি জরিমানা করা হয়েছে।


চলতি আইপিএলে দশ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে মুম্বাই। ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নয় নম্বরে আছেন তিনি। প্লে-অফ থেকে অনেকটাই ছিটকে গেছে মুম্বাই। কেবল কাগজে-কলমেই তাদের সম্ভাবনা টিকে আছে।


এবারের আসরে মুম্বাইয়ের দিনগুলো ভালো কাটছে না। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে জিতেছে মাত্র তিনটি ম্যাচে, ধূলিসাৎ হয়েছে প্লে-অফের স্বপ্নও। আর এর পেছনে অনেকেই দায়ী করছেন হার্দিকের অধিনায়কত্বকে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com