অল্পের জন্য ফিফটি মিস করলেন তামিম
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১৯:০৭
অল্পের জন্য ফিফটি মিস করলেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আসামের গুয়াহাটিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। প্রস্তুতি ম্যাচ হলেও নিজেদের পরখ করে দেখার দারুণ এক সুযোগ টাইগারদের সামনে। টস জিতে ২ অক্টোবর, সোমবার ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেছিলেন তানজিদ তামিম। ইনিংসের প্রথম ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে রান সংখ্যাটাও খারাপ ছিল না। কোনো উইকেট না হারিয়ে ১৩ রান। বেশ ভালো শুরু বলাই যায়। কিন্তু শুরুর ভালোটা বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের।


গুয়াহাটির ব্যাটিং সহায়ক উইকেটে আরেকবার ব্যর্থ হলেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। বাউন্ডারি মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে রিস টপলির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন পরমুহূর্তেই। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৬ বলে ৫ রান।


এরপর তিনে ব্যাট করতে নেমে টিকতে পারলেন না দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। টপলির বলে থার্ডম্যানে গাস অ্যাটকিনসনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তার আগে করতে পেরেছেন ১১ বলে মোটে ২ রান।


দ্রুত ২ উইকেট পতনের পর তানজিদ তামিম আর মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। দারুণ শুরুর পর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন তামিম। টপ অর্ডারের বাকি দুই ব্যাটার ব্যর্থ হলেও দলকে কক্ষপথেই রেখেছিলেন এই ওপেনার। তবে ১৬তম ওভারে তাকে আটকে দিলেন মার্ক উড। এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে ডেকে এনে বোল্ড হয়েছেন তামিম। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৪৫ রান।


আগের ম্যাচে খেলেছিলেন ৮৪ রানের ইনিংস। সেঞ্চুরির আশা জাগিয়ে পারেননি। এবার ফিফটির কাছে এসে হতাশ হয়ে ফিরলেন তানজিদ হাসান তামিম। এরপরও মুশফিকও বেশিক্ষণ টিকতে পারেননি।


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com