
ভারতের অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি লংকান তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গার।
গত মাসে লংকাটন প্রিমিয়ার লিগের প্লে-অফে উরুতে চোট পান হাসারাঙ্গা। সেই চোটের কারণে সবশেষ এশিয়া কাপে খেলতে পারেননি তিনি। একই কারণে বিশ্বকাপ দলেও তার জায়গা হয়নি। বিশ্বকাপের জন্য শ্রীলংকার ঘোষিত ১৫ সদস্যের দলে অধিঘনায়ক দাসুন শানাকা।
শ্রীলংকার বিশ্বকাপ দল: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমান্থা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশাঙ্কা।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]