শিরোনাম
মঙ্গলবার ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা; সম্ভাব্য স্কোয়াডে থাকছেন যারা
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৬
মঙ্গলবার ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা; সম্ভাব্য স্কোয়াডে থাকছেন যারা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আর মাত্র ১০ দিনের অপেক্ষা। এরপরই শুরু হবে ২২ গজে ১০ দলের শ্রেষ্ঠত্বের লড়াই। ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ২৭ সেপ্টেম্বর, বুধবার ভারতে যাবে বাংলাদেশ দল। ২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া ক্রিকেটারদের জার্সি উন্মোচনের পাশাপাশি অফিসিয়াল ফটোশুট অনুষ্ঠিত হবে। আগের পরিকল্পনা অনুযায়ী বাড়তি দুজন খেলোয়াড়কে নিয়েই ভারতে যাবে টিম টাইগার্স।


জানা গেছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ২৫ সেপ্টেম্বর, সোমবার অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন। প্রধান এই কোচ ফেরার পরই চূড়ান্ত ১৫ জনের স্কোয়াড ঘোষণা করতে চায় বিসিবি। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দলের সঙ্গে যোগ দেবেন হাথুরুসিংহে।


বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’তে আগেই একটি তালিকা পাঠিয়ে রেখেছে বিসিবি। দলে কয়েকজনের ইনজুরি সমস্যা থাকায় অনেকটা সময় নিয়ে বিশ্বকাপের আগমুহূর্তে দল চূড়ান্ত করছে বিসিবি।


বিশ্বকাপ শুরুর আগে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। অংশগ্রহণকারী ১০ দলের সবাই দুটি করে ম্যাচে মাঠে নামবে। গৌহাটিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।


আগামী ৫ অক্টোবর শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ত্রয়োদশ আসর। উদ্বোধনী ম্যাচে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে আহমেদাবাদে। একই ভেন্যুতে আগামী ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ।


বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায়। প্রতিপক্ষ আফগানিস্তান।


বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ দল :
১। তামিম ইকবাল
২। লিটন কুমার দাস
৩। নাজমুল হোসেন শান্ত
৪। সাকিব আল হাসান (অধিনায়ক)
৫। তাওহিদ হৃদয়
৬। মুশফিকুর রহিম
৭। মাহমু্দুল্লাহ রিয়াদ
৮। মেহেদী হাসান মিরাজ
৯। নাসুম আহমেদ
১০। শেখ মাহেদী
১১। তাসকিন আহমেদ
১২। শরিফুল ইসলাম
১৩। তানজিম হাসান সাকিব
১৪। হাসান মাহমুদ
১৫। মুস্তাফিজুর রহমান।


রিজার্ভঃ
১। তানজিদ তামিম
২। আফিফ হোসেন


বিবার্তা/পুলক/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com