৮ বছর পর বিপিএলে রাশিদ খান, খেলবেন কুমিল্লায়
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৫
৮ বছর পর বিপিএলে রাশিদ খান, খেলবেন কুমিল্লায়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০ সেপ্টেম্বর আফগানিস্তানের স্পিন অলরাউন্ডার রাশিদ খানের জন্মদিন। বছরজুড়ে ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়ানো টি টোয়েন্টির এ ফেরিওয়ালার ভক্ত সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার রাশিদের জন্মদিনে ভক্তদের সুসংবাদ দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাকে দলে ভেড়ানোর তথ্যটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে বিপিএলের সবচেয়ে সফল এ ফ্রাঞ্চাইটি।


আসন্ন ২০২৪ সালেও কুমিল্লা চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চায়। সে লক্ষ্যে তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে চারবারের শিরোপাজয়ী এই দলটি। ২০ সেপ্টেম্বর, বুধবার নিজের জীবনের ২৫ বছর পেরিয়ে ২৬-এ পা রেখেছেন আফগান তারকা লেগস্পিনার রশিদ খান। এমন শুভ দিনেই রশিদ খানকে দলে ভেড়ানোর কথা জানাল বিপিএলের ডিফেন্ডিং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


এর আগে, ২০১৬ সালে কুমিল্লার হয়েই রাশিদের বিপিএল অভিষেক হয়। সেবার ৭ ম্যাচে তার শিকার ছিল ৬ উইকেট। পরের আসরে একই দলের হয়ে ২২ গজ মাতান তিনি। এবার ৮ ম্যাচে নেন ১৩ উইকেট। এরপরই সাড়া ফেলেন ক্রিকেট দুনিয়ায়। এবার বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে আবারও তাকে দলে টেনেছে কুমিল্লা।


এর আগে ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছিল কুমিল্লা। একই দিনে ফ্র্যাঞ্জাইজিটি ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকেও দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে।


এর আগের মৌসুমে কুমিল্লার হয়ে খেলা জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস, স্পিনার তানভির ইসলাম ও পেসার মুস্তাফিজুর রহমানকে দলে রেখে দেয় কুমিল্লা। এ ছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে যুক্ত করেছে নাফিসা কামালের দল। গত আসরে তরুণ এই ব্যাটার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন।


বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল কুমিল্লা। এখন পর্যন্ত ৭ বার অংশ নিয়ে চারবারই শিরোপা উল্লাস করেছে তারা। ২০১৫ ও ২০১৯ সালের পর শেষ দুই আসরেও বিপিএলের শ্রেষ্ঠত্ব অর্জন করে নাফিসা কামালের দল। আসন্ন ২০২৪ বিপিএলকে সামনে রেখে আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই দল ভারী করতে শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


বিবার্তা/পুলক/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com