
আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ১০ম আসরের প্লেয়ার্স ড্রাফট ২৪ সেপ্টেম্বর । তবে সে ড্রাফটের আগেই দেশি-বিদেশি খেলোয়াড়দের সরাসরি চুক্তিতে দলে ভিড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। সে ধারায় এবার জাতীয় দলের উঠতি তারকা তাওহিদ হৃদয়কে দলে টানল বিপিএলের রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।
১৭ সেপ্টেম্বর, সোমাবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে হৃদয়কে দলে ভেড়ানোর খবরটি নিশ্চিত করে তারা লিখে, 'অপেক্ষার প্রহর শেষ! তাওহীদ হৃদয় এখন আনুষ্ঠানিকভাবে ভিক্টোরিয়ান্স পরিবারের সদস্য।'
হৃদয়কে দলে ভেড়ানোর পাশপাশি ধরে রাখা ৩ ক্রিকেটারের তালিকাও নিশ্চিত করেছে কুমিল্লা। গত আসরে ফ্যাঞ্চাইজিটির হয়ে খেলা লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামের উপর আবারও ভরসা রাখছে ভিক্টোরিয়ান্সরা।
গত বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন হৃদয়। এর আগে ফরচুন বরিশালের জার্সিতেও বিপিএলে দেখা গেছে তাকে।
বিবার্তা/পুলক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]