
নানা নাটকীয়তার পর পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এশিয়া কাপের ১৬তম আসর শুরু হয়। ছয় দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের পর্দা নামে ভারত-শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ দিয়ে। তবে অংশগ্রহণকারী দেশের সংখ্যা কম হলেও পুরস্কার মূল্য মোটেও কম নয়। মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছে এবারের চ্যাম্পিয়ন দল ভারত। ছয় জাতির এই টুর্নামেন্টের অন্য দলগুলোও পেয়েছে কিছু না কিছু।
শিরোপা জিতে ২ লাখ ডলার আর্থিক পুরস্কার পায় দলটি। এই টাকা দলের সব সদস্য এবং সাপোর্ট স্টাফদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। অপরদিকে ফাইনালে হেরে রানার্সআপ হওয়া শ্রীলঙ্কা পায় ১ লাখ ডলার। এশিয়া কাপের সুপার ফোরে খেলা বাংলাদেশ ও পাকিস্তান পায় ৫১ লাখ টাকা করে। পঞ্চম স্থান অধিকারী আফগানিস্তান পেয়েছে ১০ লাখ টাকা। তবে প্রথমবার এশিয়া কাপ খেলতে এসে ষষ্ঠ দল হিসেবে শেষ করা নেপাল কোনো অর্থ পায়নি।
এবারের মহাদেশীয় এই টুর্নামেন্টের ফাইনালের জন্য ৩ কোটি ২৮ লাখ টাকার ওপরে (৩ লাখ মার্কিন ডলার) বরাদ্দ ছিল। এর মধ্যে ফাইনালে জিতে চ্যাম্পিয়ন দল ভারত ২ কোটি ১৯ লাখ টাকার ওপরে (২ লাখ মার্কিন ডলার) এবং রানার্স-আপ শ্রীলঙ্কা ১ কোটি টাকারও বেশি পেয়েছে।
এবারের আসরে ষষ্ঠ স্থানে থাকা নেপাল ছাড়া বাকি সব দলের জন্যই প্রাইজমানি বরাদ্দ ছিল। সুপার ফোরে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ৬৮ লাখ টাকার ওপরে (৬২ হাজার ৫০০ মার্কিন ডলার) এবং চতুর্থ স্থানে থাকা পাকিস্তান ৩৪ লাখ টাকারও বেশি প্রাইজমানি পেয়েছে। পঞ্চম স্থানে থেকে আসর শেষ করা আফগানিস্তান ১৩ লাখ টাকার ওপরে (১২ হাজার ৫০০ মার্কিন ডলার) পেয়েছে।
এছাড়াও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ওপরে পেয়েছে। অন্যদিকে কলম্বোর মাঠকর্মীদের জন্যেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ ছিল।
ফাইনাল ম্যাচে ৬ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়ে ৪ লাখ টাকা পান মোহাম্মদ সিরাজ। তিনি পুরো টাকাই মাঠকর্মীদের দিয়ে দিয়েছেন।
ফাইনালে সেরা ক্যাচের পুরস্কার হিসেবে আড়াই লাখ টাকা পেলেন রবীন্দ্র জাদেজা। টুর্নামেন্ট সেরা হয়ে প্রায় সাড়ে ১২ লাখ টাকা পেলেন কুলদীপ যাদব।
বিবার্তা/পুলক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]