৪ বছরের নিষেধাজ্ঞায় টেনিস তারকা সিমোনা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২১
৪ বছরের নিষেধাজ্ঞায় টেনিস তারকা সিমোনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফরাসি বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে ‘অস্থায়ীভাবে’ নিষিদ্ধ হয়েছেন কিছুদিন হলো। এবার একই অপরাধে ডোপ টেস্টে ধরা পড়ে চার বছরের নিষেধাজ্ঞার কবলে পড়লেন দুই বারের গ্র্যান্ড-স্ল্যামজয়ী টেনিস তারকা সিমোনা হালেপ।


মেয়েদের টেনিস র‌্যাংকিংয়ে ১ নম্বরে ছিল সিমোনা। সেই সিমনাকেই ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার ইন্টারন্যাশনাল টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ) নিষিদ্ধ ঘোষণা করে।


আইটিআই জানায়, নিষিদ্ধ উপাদান রোক্সাডাস্টট্যাট নেওয়ায় গত বছর ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন হালেপ। গত মে মাসে তিনি অন্য একটি ডোপিং নীতিমালা ভাঙার দায়েও অভিযুক্ত হন, যে কারণে তার ‘বায়োলজিক্যাল অ্যাথলেট পাসপোর্টে’ অনিয়ম ধরা পড়েছিল।৩১ বছর বয়সী রোমানিয়ান তারকা ‘ইচ্ছাকৃতভাবে’ ডোপিং–বিরোধী নীতিমালা ভেঙেছেন।


ডোপিং টেস্টে অভিযুক্ত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন টেনিসের সাবেক নম্বর ওয়ান। তার দাবি, তিনি কোনো নিষিদ্ধ ওষুধ খাননি। অসুস্থতার জন্য তাকে রক্ত স্বল্পতার ওষুধ খেতে হতো যা নিষিদ্ধ নয়। হালেপ যে ওষুধ খাওয়ার দাবি করেছেন, তা খেলে শরীরে কিছু পরিমাণ রোক্সাডাস্টট্যাট থাকতে পারে। কিন্তু তার শরীরে যে পরিমাণ রোক্সাডাস্টট্যাট পাওয়া গেছে, তা তার দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানিয়েছে আইটিআইএ।


সিমোনা হালেপ আত্মপক্ষ সমর্থন করে জানান, ‘আমি আইটিআইএ-র এই সিদ্ধান্ত মানছি না। তাই নিজের অনুশীলনে মনোযোগী আমি। তবে নিজের নামে লাগা কলঙ্ক দূর করতে যতটুকু সম্ভব আমি করে যাব। আমার বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগ মিথ্যা। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে এর বিরুদ্ধে আমি আবেদন লিখব।’ তথ্যসূত্রঃ আল জাজিরা


বিবার্তা/পুলক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com