শিরোনাম
কোচিংয়ের প্রস্তাব দেবে বিসিবি, ভেবে দেখবেন আশরাফুল
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ১৭:৩৮
কোচিংয়ের প্রস্তাব দেবে বিসিবি, ভেবে দেখবেন আশরাফুল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিকেট কোচিংয়ের গুরুত্বপূর্ণ ধাপ লেভেল-থ্রি সম্পন্ন করেছেন মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়ককে কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। হাই পারফরম্যান্স ইউনিট, এইচপি দলের কোচিংয়ের জন্য তাকে প্রস্তাব দেবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমনটা হলে ভেবে দেখবেন আশরাফুল।


সংযুক্ত আরব আমিরাত থেকে লেভেল-থ্রি সম্পন্ন করেছেন আশরাফুল। দীর্ঘদিন ধরে বাইরে থাকলেও এখনও জাতীয় দলকে বিদায় বলেননি সাবেক এই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলে যাচ্ছেন। মূলত বয়স বেড়ে যাওয়ায় কোচিংয়ে মনোনিবেশ করেছেন তিনি।


গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘আগে বিসিবি থেকে প্রস্তাব আসুক। তারপর সেটা নিয়ে ভাবা যাবে। অবশ্য এখনও কোচিং করানোর চিন্তা করিনি। এই মৌসুমেও আমার খেলার ইচ্ছা আছে। দেখা যাক, আগে বিসিবি থেকে প্রস্তাব দিক। এখন তো ফ্রি আছি। এই সময়ে কোনো কাজ নেই। কোচিং করানোর জন্যই কোর্স করেছি।’


আশরাফুলকে প্রস্তাব দেওয়া নিয়ে বিসিবির পরিচালক এবং সাবেক ক্রিকেটার আকরাম খান বলেন, ‘আশরাফুল তো আইকন ক্রিকেটার ছিল। তার অনেক জনপ্রিয়তা আছে। ওর মতো আইকন যদি কোচিংয়ে আসে সেটা বাংলাদেশের জন্যই ভালো। খেলোয়াড়রা উৎসাহিত হবে এবং সেও সম্মানিত হবে। ওকে যদি কাজে লাগানো যায় সেটা দেশকেই উপকৃত করবে।’


আকরাম খান আরও বলেন, ‘বিষয়টি নিয়ে এইচপিএর চেয়ারম্যান দুর্জয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বোর্ড মিটিংয়ে আলাপ করে আশরাফুলকে প্রস্তাব দেবো। সে আমাদের দেশের প্রথম আইকন ক্রিকেটার। চেষ্টা করব তাকে রাখার। এইচপি ও ডেভেলপমেন্ট আছে। এসব নিয়ে দুর্জয়ের সঙ্গে কথা হয়েছে। যেভাবেই হোক আশরাফুলকে আমরা কাজে লাগাব।’


বিবার্তা/লিমন/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com