
চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লেখান পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মধ্যপ্রাচ্যের দেশে পাড়ি জমানোর পর থেকেই একের পর এক হতাশায় ডুবিয়েছেন সমর্থকদের। সৌদির সুপার কাপ ও কিং কাপের শিরোপা খোয়ানোর পর আল-নাসরের সামনে কেবল প্রো-লিগের দুয়ারই খোলা ছিল। তবে সেই আশাও শেষ সিআর সেভেনের।
সৌদি প্রো-লিগের শিরোপাও জিততে পারলো না ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর। মৌসুমের শেষ ম্যাচে আল-ইত্তিফাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দলটি।
শনিবার প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে খেলার ৪৩তম মিনিটে ইত্তিফাককে এগিয়ে দেন ইউসুফ নিয়াকাত।
ম্যাচের ৫৬তম মিনিটে লুইজ গুস্তাভোর গোলে সমতায় ফেরে নাসর। বাকি সময়ে আধিপত্য দেখালেও জয় তুলে নিতে না পেরে হতাশায় মাঠ ছেড়েছে রোনালদোর দল।
এদিকে আল-ফিহাকে ৩-০ গোলে হারিয়ে ১৩ বছর পর সৌদি লিগের শিরোপা ঘরে তুলেছে আল-ইত্তিহাদ। দলের পক্ষে জোড়া গোল করেন রোমারিনহো। অন্য গোলটি আহমেদ শারাহিলির।
এতে করে ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব পর্যায়ে প্রথমবারের মতো টানা দুই মৌসুম শিরোপাহীন থাকছেন পর্তুগিজ ফরোয়ার্ড। যদিও এ নিয়ে চারবার শিরোপাহীন থাকছেন ৩৮ বছর বয়সী এ ফুটবলার।
এর আগে, ২০০৪-০৫ ও ২০২১-২২ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এবং ২০০৯-১০ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এ অভিজ্ঞতা হয়েছিল তার। তবে কোনো সময়ই পরপর দুই মৌসুমে শিরোপাহীন কাটাননি। এবারই প্রথমবারের মতো তিক্ত সেই অভিজ্ঞতার সেই স্বাদ নিলেন সিআর সেভেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]