
কুষ্টিয়ায় তাথৈই-তাহিয়া ক্রিকেট একাডেমিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
২৬ মে, শুক্রবার বিকেল ৫টায় কুষ্টিয়া শহরের হাউজিং ক্রিকেট মাঠে পরিদর্শনে আসেন তিনি। এসময় জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য মোহাম্মদ মিঠুন, সানজামুল হক উপস্থিত ছিলেন।
খালেদ মাহমুদ সুজন ক্রিকেট একাডেমির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে এই একাডেমি থেকে হাবিবুল বাশার সুমন, মিথুনদের মত তারকা ক্রিকেটার উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এসময় সুজন তাথৈ-তাহিয়া ক্রিকেট ক্রিকেট একাডেমির আহ্বায়ক পারভেজ আনোয়ার তনুর ক্রিকেট উন্নয়ন ভাবনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন তনুর হাত ধরেই একদিন তাথৈ-তাহিয়া একাডেমি অনেক দূর এগিয়ে যাবে।
পরে একাডেমির সদস্যদের সাথে ব্যাটিংও করেন তিনি।
বিবার্তা/শরীফুল/রোমেল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]