অবিশ্বাস্য হারে শিরোপাস্বপ্ন প্রায় শেষ আর্সেনালের
প্রকাশ : ১৫ মে ২০২৩, ১৬:৫০
অবিশ্বাস্য হারে শিরোপাস্বপ্ন প্রায় শেষ আর্সেনালের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজেদের ভাগ্যটা যেন নিজ হাতেই ধ্বংস করলো আর্সেনাল।লিগের বেশিরভাগ সময়ই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ছিল আর্সেনাল। এমনকি একটা সময় ম্যানসিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়েছিলো তারা। দীর্ঘদিন ৫ পয়েন্টের ব্যবধান রেখে শিরোপার পথেও এগিয়ে যাচ্ছিলো। কিন্তু গত মাসটা ছিলো আর্সেনালের জন্য অপয়া। একের পর এক ম্যাচ জয়হীন থেকে প্রতিদ্বন্দ্বী ম্যাচ সিটি থেকে ৪ পয়েন্টে পিছিয়ে পড়ে গানাররা।


তবুও, লিগের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ছিল মাইকেল আর্তেতার শিষ্যদের। তাতে যদি ভাগ্যের সিকেটা ছিঁড়েও। কিন্তু দুর্ভাগ্য তাদের। নিজেদের মাঠেই অখ্যাত ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের কাছে ০-৩ গোলে রীতিমত বিধ্বস্ত হতে হয়েছে গানারদের।


এই পরাজয়ে নিশ্চিত ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সম্ভাবনা শেষ করে দিয়েছে আর্সেনাল। কারণ, লিগ শেষে ম্যানসিটির সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান তৈরি হয়ে যাবে তাতে। এখন বাকি থাকা দুই ম্যাচের একটিও যদি হারে গানাররা তাহলে তো কথাই নেই, শিরোপা শেষ। অন্যদিকে ম্যানসিটি যদি তাদের পরের ম্যাচ জিতে যায়, তাতেও আর্সেনালের সম্ভাবনা থাকবে না আর। শিরোপা নিশ্চিত হয়ে যাবে ম্যানসিটির।


অর্থ্যাৎ, ব্রাইটনের সঙ্গে ০-৩ গোলের এই পরাজয়ে আর্সেনালের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা পুরোপুরি শেষই হয়ে গেছে বলা যায়। একটা সম্ভাবনা থাকে, তা হলো লিগের শেষ তিন ম্যাচে ম্যানসিটি যদি হেরে যায় এবং আর্সেনাল বাকি দুই ম্যাচ যদি জিতে যায়! যা আদৌ সম্ভব নয়। এই পরাজয়ে আর্সেনালের ৩৬ ম্যাচ শেষে পয়েন্ট দাঁড়িয়েছে ৮১। ৩৫ ম্যাচ শেষে ম্যানসিটির পয়েন্ট ৮৫।


আর্সেনালের ঘরের মাঠ এমিরেটসে প্রথমার্ধে আর্সেনাল ব্রাইটনের সাথে দাপট রেখে খেললেও দ্বিতীয়ার্ধে খেলা ভোজভাজির মতো পাল্টে দেয় ব্রাইটন । ম্যাচের ৫১তম মিনিটে ব্রাইটনের হয়ে প্রথম গোল করেন হুলিও এনচিসো, ৮৬তম মিনিটে দ্বিতীয় গোল করেন ডেনিজ উনদাভ এবং ৯০+৬ মিনিটে তৃতীয় গোল করেন পারভিজ ইস্তোপিনান।


এই মুহূর্তে ব্রাইটনের উপরে আছে লিভারপুল, ৩৫ ম্যাচ খেলে লিভারপুলের সংগ্রহ ৬২ পয়েন্ট, অপরদিকে এই মৌসুমের চমক ব্রাইটন ৩৪ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে।লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে থাকা ব্রাইটন লিভারপুলকে টপকে পাঁচে উঠতে পারলেই ইউরোপা লিগের জন্য কোয়ালিফাই করে ফেলবে।


বিবার্তা/নিলয়

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com