
আয়াল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন পেস বোলার তাসকিন আহমেদ। সিরিজে ৩ ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করেন এই তারকা পেসার।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৯.২ ওভারে ২০৭/৫ রান করে দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রানের জয় পায়। সেই জয়ের ম্যাচে ১৬ রানে ৪ উইকেট শিকার করেন তাসকিন।
দ্বিতীয় ম্যাচে ১৭ ওভারে ২০২/৩ রান করে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ২২ রানের জয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেন তাসকিন।
শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.২ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটে। বাংলাদেশের পরাজয়ের ম্যাচে ২৮ রানে ১ উইকেট শিকার করেন তাসকিন। সব মিলে তিন ম্যাচে তার শিকার ৮ উইকেট।
বিবার্তা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]