শিরোনাম
লিটনের ব্যাটিং মানে চোখের প্রশান্তি: পল স্টার্লিং
প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ১৬:০৮
লিটনের ব্যাটিং মানে চোখের প্রশান্তি: পল স্টার্লিং
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সফরে এসে স্বাগতিক ব্যাটার-বোলারদের দাপটে ক্রিকেটটাই যেন ভুলতে বসেছে আয়ারল্যান্ড দল। একের পর এক ম্যাচ হার, দ্বিতীয় ওয়ানডেটা কেবল বৃষ্টির কারণে ভেস্তে গেছে। এদিকে টি-টোয়েন্টিতেও প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ থেকে ছিটকে গেছে আইরিশরা। তবে ভরাডুবির সফরেও আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের কাছে আলাদাভাবে নজর কেড়েছেন লিটন দাস।


প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ব্যাট হাতে অপ্রতিরোধ্য লিটন। যে কারণে স্টার্লিং জানালেন লিটন যখন ব্যাট করে মনে হয় ব্যাটিং করা অনেক সহজ। বুধবার সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন স্টার্লিং।


সেখানে তিনি বলেন, 'লিটন দারুণ একজন ক্রিকেটার। আপনি জানেন সে কতটা ভালো। আমরা বিশ্বকাপেও এমন বেশ কয়েকটি ইনিংস দেখেছি। তাকে দেখলে মনে হয় ব্যাটিং করাটা খুবই সহজ। তার ব্যাটিং দেখাটা চোখের প্রশান্তি। আর কিছু বলতে চাই না।’


আইরিশ বোলাররা মানসিকভাবে পিছিয়ে পড়েছে কি না এমন প্রশ্নে স্টার্লিং বলেন, 'আমি আসলে এমন কিছু দেখছি না। আমার কাছে মনে হয় তাদের (বোলাররা) সামর্থ্য আছে এবং তারা উন্নতি করতে চায়। আমাদের আসলে ভালো করার পথ খুঁজে বের করতে হবে। সবাই সেই চেষ্টা করছে। আপনি যদি ম্যাচের আগে আমাদের খেয়াল করেন তাহলে আমরা সবাই খুব আশাবাদী ছিলাম। কয়েক ওভার ফিল্ডিং করার পর মনে হয় আমরা হাঁপিয়ে যাই। আমাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে।’


বিবার্তা/এমএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com