
সাফে মেয়েদের অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৮ মার্চ) টুর্নামেন্টের শেষ ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে রাশিয়া ২-০ গোলে ভারতকে পরাজিত করে।
রাশিয়া চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তারা এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপা জিতল। আর স্বাগতিক বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান থেকে টুর্নামেন্ট শেষ করেছে।
সাফের এই টুর্নামেন্ট উয়েফার অর্থায়নে হয়েছে। তাই দক্ষিণ এশিয়ার বাইরে থেকে আমন্ত্রিত দল হিসেবে রাশিয়া খেলেছে। দক্ষিণ এশিয়ার সঙ্গে রাশিয়ার ফুটবলের পার্থক্য পরিলক্ষিত হয়েছে। সাফের চার দেশের কেউই রাশিয়ার সঙ্গে পয়েন্ট আদায় করতে পারেনি।
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য বিশেষ করে বয়সভিত্তিক পর্যায়ে। ইউরোপের রাশিয়া থাকায় এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর চেয়ে শীর্ষে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]