শিরোনাম
ক্যারিয়ারে প্রথমবার হাসান মাহমুদের ৫ উইকেট
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৭:৪২
ক্যারিয়ারে প্রথমবার হাসান মাহমুদের ৫ উইকেট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিলেন হাসান মাহমুদ। ২০২১ সালের জানুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক। ২০২১ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেট নেন তিনি, ওটাই ছিল তার সেরা সাফল্য। এবার সেটাকে ছাপিয়ে গেলেন।


২৩ মার্চ, বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছেন ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে। প্রথমবার এক ইনিংসে পাঁচ উইকেটের কৃতিত্ব গড়েন ডানহাতি এই পেসার।


টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৬ রানেই ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আইরিশরা। এর মধ্যে হাসান মাহমুদ নেন প্রথম ৩টি উইকেট। আউট করেন স্টিফেন দোহানি, পল স্টারলিং আর হ্যারি টেক্টরকে।


মাঝে সেট ব্যাটার কুর্তিস ক্যাম্ফারকে সাজঘর দেখানোর পর গ্রাহাম হুমেকে এলবিডব্লিউ করে শেষটাও করেছেন হাসান মাহমুদ। সবমিলিয়ে ৩২ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন এই পেসার। বোলিং ফিগার ৮.১-১-৩২-৫।


শুধু ওয়ানডে নয়, ক্যারিয়ারে ১৩টি টি-টোয়েন্টি খেলে এর আগে সর্বোচ্চ ৩ উইকেট পাওয়ার কীর্তি ছিল হাসান মাহমুদের। যে কোনো ফরম্যাটে এবারই প্রথম পেলেন ফাইফার।


বিবার্তা/রিয়াদ/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com