এবার ডিবি কার্যালয়ে সাকিব
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১৭:২৮
এবার ডিবি কার্যালয়ে সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইরিশদের বিপক্ষে গতকাল শনিবার (১৮ মার্চ) খেলেছেন ৯৩ রানের দুর্দান্ত ইনিংস। আজ আবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর ২১তম সমাবর্তনে উপস্থিত হয়ে গ্রহণ করেন গ্র্যাজুয়েশনের সনদ।


সেখানে বক্তব্য প্রদান করে জানান পড়াশুনা নিয়ে নিজের মনের কথা, নিজের স্বপ্নের কথা। এবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেটের বেড বয় ও অধিনায়ক সাকিব আল হাসান। দুবাইয়ে স্বর্ণ দোকান উদ্বোধনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাকিবকে ডিবি কার্যালয়ে তলব করা হয়েছিল।


সেই ডাকে সাড়া দিতেই রবিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে সাকিব ডিবি প্রধান হারুন অর রশিদের রুমে যান। বর্তমানে ডিবি প্রধান হারুনের রুমে আছেন সাকিব।



এর আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) ডিবি প্রধান জানিয়েছিলেন, ডিবি থেকে নিষেধের পরও সাকিব আল হাসান ও হিরো আলম দুবাই গেছেন। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাদের। দুবাইয়ে ওই জুয়েলারির দোকানে কাদের বিনিয়োগ রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। এবার সে ডাকেই সাড়া দিয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com