শিরোনাম
সিরিজ হেরে আশার বাণী শোনালেন তামিম
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ১১:৪৩
সিরিজ হেরে আশার বাণী শোনালেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পর পর দুই ম্যাচ হেরে সিরিজ হাত ছাড়া হলো লাল-সবুজ বাংলাদেশের। হারের পর উপযুক্ত কোনো ব্যাখ্যা দিতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। শেষ ওয়ানডে নিয়ে শোনালোন আশার বাণী।


অধিনায়ক তামিম বলেন, ‘আপনি যখন প্রথম ২-৩ ওভারে তিনটি উইকেট হারান, তখন এটি খুব কঠিন হয়ে যায়। আমি এবং সাকিব নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি। আমার শটটি আজ বের হয়নি কিন্তু আমি অনুভব করেছি যে আমরা যখন ৩০০-এর বেশি তাড়া করছিলাম তখন এভাবেই খেলতে হতো। সাকিব যে অভিপ্রায় দেখিয়েছিল তা ভাল ছিল, কিন্তু দুঃখের বিষয় সেটি স্থায়ী হয়নি।’


তিনি বলেন, ‘তবে আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে চেষ্টা করব।’


তামিম বলেন, ‘আমি মনে করি আমরা যেভাবে বোলিং শুরু করেছি তা হতাশাজনক ছিল। প্রথম ৪-৫ ওভারে কিছুটা সুইং ছিল এবং আমরা রানআউটের কয়েকটি সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি। আপনি যখন এই ধরনের ম্যাচে হারেন, অনেকের দিকেই আঙুল তুলতে পারেন। কিন্তু আমি মনে করি আমরা একটি দল হিসেবে ভালো করতে পারিনি।’


সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াটওয়াশ এড়াতে আগামী ৬ মার্চ জস বাটলারদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


বিবার্তা/মাসুম/কেআর


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com