
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টিম টাইগার্সের। তাই আজকের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, বাংলাদেশ টিমের।
মিরপুর শের-ই-বাংলায় ম্যাচটি শুরু দুপুর ১২ টায়।
এদিকে, প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ।ইংল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হেরে যাওয়ায় ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ড হুমকির মুখে পড়ে গেছে টাইগারদের। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া বাংলাদেশ।
সিরিজ বাঁচানোর ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের মতোই স্পিন শক্তির ওপর নির্ভর করেছে স্বাগতিকরা। একাদশে আছেন তিন স্পিনার ও দুই পেসার। ইনজুরির কারণে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত দলে রয়েছেন পেসার তাসকিন আহমেদ।
ইনজুরি শঙ্কা থাকায় শেষ মুহূর্তে দলে যুক্ত করা হয়েছিল তরুণ ব্যাটার শামিম হোসেন পাটোওয়ারীকে। এছাড়া গুঞ্জন ছিল, সুযোগ দেওয়া হতে পারে তৌহিদ হৃদয়কে। তবে আগের একাদশেই ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে, ইংল্যান্ড একাদশে রয়েছে দুই পরিবর্তন। জোফরা আর্চারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সাকিব মাহমুদ। এছাড়া ক্রিস ওকসের পরিবর্তে একাদশে ফিরেছেন স্যাম কারান।
২০১৬ সালে এই ইংল্যান্ডের কাছেই ঘরের মাঠে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে হারের তেতো স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। এরপর টানা সাতটি ওয়ানডে সিরিজে জয় পায় টাইগাররা। তাই টাইগারদের আজ সিরিজে টিকে থাকার লড়াই।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুুদল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার, উইল জ্যাকস, মঈন আলি, স্যাম কারান, সাকিব মাহমুদ, আদিল রশিদ ও মার্ক উড।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]