শিরোনাম
গুজবে ভাসলো সোনায় মোড়ানো মেসির উপহার
প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ১০:৩৬
গুজবে ভাসলো সোনায় মোড়ানো মেসির উপহার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিওনেল মেসিরও অর্জনের আর কিছুই বাকি নেই। ক্যারিয়ারের শেষ মুহূর্তে ৩৬ বছর পর আর্জেন্টিনার ঘরে নিয়েছেন বিশ্বকাপ ।


নিজেদের ঘরে বিশ্বকাপ নেওয়ার অবদার রয়েছে সতীর্থ থেকে শুরু করে কোচিং স্টাফদের। তাই তাদের সোনায় মোড়ানো আইফোন দিতে চান তিনি। এমন খবর আসা মাত্রই ছড়িয়ে গণমাধ্যমে। তবে আদতে তা নিছকই গুজব বলে নিশ্চিত করেছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল।


বিশিষ্ট ব্যবসায়ী বেঞ্জামিন লিওন্সের সূত্র ধরে, বিশ্বকাপজয়ী সতীর্থদের মেসির আইফোন দেওয়ার খবর প্রথমে প্রকাশ করে ইংলিশ সংবাদমাধ্যম দ্য সান। কিন্তু এর মধ্যেই লুকিয়ে ছিল বিশাল বড় মিথ্যে।


মূলত এটিকে প্রচারণার কৌশল হিসেবে ব্যবহার করেন লিওন্স। তার আইডিজাইন গোল্ড কোম্পানি থেকে বিক্রি করা হয় দামী ফোন, সোনায় মোড়ানো ফোনের কাভার। তারকা ফুটবলারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এই ব্যবসায়ীর। এমনকি গত বছরের জুলাইয়ে মেসির জন্য ‘আইফোন ১৩’ মডেলের বিশেষ ফোন বানিয়ে দেয় তারা। সোনায় মোড়ানো ফোনের ব্যাক কাভারে খোঁদাই করে লেখা ‘মেসি ১০’।


এবার ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানের পর বর্ষসেরা ফুটবলার মেসির সঙ্গে ছবি তোলেন লিওন্স। এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন করেন তিনি। যেখানে এই ব্যবসায়ী লেখেন, ‘বিশ্বকাপ ফাইনালের দুই মাস পরে মেসি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি একটি অনন্য উপহারের ধারণা চান, যেখানে তিনি উপহারের নিয়মিত ঘড়ি থেকে আলাদা কিছু করতে চাইছিলেন। আমরা তাকে স্বর্ণের আইফোনের ধারণা দেই। এটি তার খুব পছন্দ হয়; তারপর আমরা সেগুলো প্রস্তুত করি। ’


বিবার্তা/মাসুম/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com