
সিলেট স্ট্রাইকার্সের রূপকথার যাত্রা যার হাত ধরে, সেই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মর্তুজা আজ (শনিবার) খেলছেন না। তার বদলে রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম।
কী হয়েছে মাশরাফির? কেন খেলছেন না? সিলেটের মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দিন জাগো নিউজকে জানিয়েছেন, গত ম্যাচ খেলার সশয় কুঁচকিতে কিছুটা টান পড়েছে মাশরাফির।
তবে চোট ততটা গুরুতর নয় বলেই জানা গেছে। মাশরাফিকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে।
বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পরের খেলা আগামী ৮ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে।
আজকের ম্যাচের পর মাঝে তিনদিনের বিরতি আছে। তাই মাশরাফিকে মাঠে নামানোর ঝুঁকি নেয়নি সিলেট ম্যানেজম্যান্ট।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]