নারুয়ায় জমকালো আয়োজনে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৮
নারুয়ায় জমকালো আয়োজনে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন' এ স্লোগানে নারুয়া যুব সমাজের আয়োজনে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ৮টি দলের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে খেলা হয়।


শুক্রবার (৩ জানুয়ারি) রাতে নারুয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় শহিদুল ব্যাডমিন্টন ক্লাবকে (নারুয়া) পরাজিত করে মহিসপুর ব্যাডমিন্টন ক্লাব চ্যাম্পিয়ান হয়।


আয়োজক কমিটির সভাপতি ইমরান নাজিরের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল ইসলাম।


প্রধান অতিথি ছিলেন নারুয়ার কৃতি সন্তান মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বিশেষ অতিথি ছিলেন বালিয়াকান্দি উপজেলা যুবলীগের অন্যতম সদস্য গণি শেখ, মনছুর আলী ডিগ্রি কলেজের প্রভাষক কবির উজ্জামান বিল্লাল, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন চুন্নু, কামরুজ্জামান পান্নু (মেম্বার), ব্যাবসায়ী আলতাফ হোসেন নান্নু, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম।


জমকালো আয়োজনের মধ্য দিয়ে খেলা শেষে চ্যাম্পিয়ান মহিসপুর ব্যাডমিন্টন ক্লাব ও রানার্স আপ শহিদুল ব্যাডমিন্টন ক্লাব (নারুয়া) টিমের খেলোয়াড় ও টিম ম্যানেজারের হাতে ট্রফি তুলে দেয়া হয়।


খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সাংবাদিক মিঠুন গোস্বামী ও সহকারী ছিলেন সবুজ, হামিদ (মাস্টার)।


বিবার্তা/মিঠুন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com