শিরোনাম
বাংলাদেশ-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ বাতিল
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ২২:০৫
বাংলাদেশ-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ বাতিল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সূচি অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখার কথা জস বাটলারদের। দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা ছিল তাদের। তবে দুই বোর্ডের সমঝোতার মাধ্যমে বাতিল হয়েছে এ দুই প্রস্তুতি ম্যাচ।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।


গণমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষণ টিম পাঠিয়ে থাকে। এবারও এমন হয়েছে। ইংল্যান্ড থেকে তাদের হেড অফ ক্রিকেট অপারেশন্স এবং আরেকজন কর্মকর্তা এসেছিলেন। তারা সব দেখেছেন, ঢাকা ও চট্টগ্রামে।’


সুজন যোগ করেন, ‘আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম। সেটা সিলেটে হওয়ার কথা ছিল কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে। কোনো প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না।’


ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংলিশরা।


ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি


তিন ম্যাচের ওয়ানডে সিরিজ


১ মার্চ- প্রথম ওয়ানডে, মিরপুর


৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর


৬ মার্চ- তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ


৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম


১২ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর


১৪ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর


বিবার্তা/এমএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com