ফরচুন বরিশালে যোগ দিচ্ছেন মুজিব
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯:৫৭
ফরচুন বরিশালে যোগ দিচ্ছেন মুজিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারির ১৩ তারিখ। দেশের বাইরে থাকা সকল ক্রিকেটারকে ২ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ কারণে চলমান বিপিএলের ম্যাচ রেখেই দেশে ছুটতে হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের। ফরচুন বরিশালে খেলছেন মোহাম্মদ ওয়াসিম-ইফতেখার আহমদেদের মতো তারকা ক্রিকেটাররা।


বরিশালের ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান অবশ্য খুব একটা চিন্তিত নন। কারণ মিজান উড়িয়ে আনার চেষ্টা করছেন আফগান তারকা স্পিনার মুজিবুর রহমানকে।


মিজান বলেন, ‘গুবরাজ এবং নাভিন দ্রুতই দলে যুক্ত হচ্ছেন। তবে কর্নওয়ালের আসার কথা থাকলেও তিনি আসছেন না। এছাড়া মুজিবুর রহমানের সাথে কথা বার্তা চলছে। গেল বছরও আমাদের দলে খেলেছিল।’


পাকিস্তানি ক্রিকেটাররা কবে নাগাদ ঢাকা ছাড়বেন এমন প্রশ্নে বরিশালের এই মালিক বলেন, ‘আসলে ৩ তারিখ কিছু খেলোয়াড় পাকিস্তান ফিরে যাবে। কিছু আছে ৫ তারিখ ফিরে যাবে। তবে ৮ তারিখের পর পাকিস্তানি আর কোনো ক্রিকেটার খেলবে না। তাদের জায়গায় আমরা নতুন করে কয়েকজনকে যুক্ত করতে যাচ্ছি।’


দলের পারফরম্যান্সে খুশি হয়ে মিজান বলেন, ‘ইন শা আল্লাহ দল খুবই ভালো করছে। বিদেশিদের পাশাপাশি দেশি ক্রিকেটাররাও ভালো করছে। আমি মনে করি, বড় খেলোয়াড় যারা রান পাচ্ছেন না তারা হয়তো আরও বড় মঞ্চে রান করবে। এখন রান করছে না তার মানে এই না যে করবেই না, একসময় করবে। আমাদের এসব নিয়ে কোনো চিন্তা নেই।’


অনেক তরুণ ক্রিকেটার আছেন যারা মেধা থাকতেও সুযোগের অভাবে কোনো কিছু করতে পারছেন না। বরিশালের পক্ষ থেকে তাদের জন্য কোনো পেসার হান্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নে মিজান বলেন, ‘পেসার হান্ট নিয়ে এ বছর আমাদের কোনো পরিকল্পনা নেই। তবে পরবর্তী বছর চিন্তা রয়েছে। বরিশালে স্টেডিয়ামটা প্রস্তুত হলে তারপর আমরা করব। আশা করি বিপিএলের ম্যাচও বরিশালে হবে।’


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com