বিপিএল ছাড়ছেন পাকিস্তানি ক্রিকেটাররা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৬:২৩
বিপিএল ছাড়ছেন পাকিস্তানি ক্রিকেটাররা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আয়োজনের নবম আসরে এসে রঙহীন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একসময় যে টুর্নামেন্টে খেলে গেছেন বিশ্বের প্রায় সব আলোচিত ক্রিকেটার, তারা এখন বিপিএলের পরিবর্তে খেলছেন অন্যান্য লিগগুলো। ঝাকঝমকহীন এই বিপিএলে এখন বিদেশি প্লেয়ার বলতে কেবল পাকিস্তানি ক্রিকেটারদের জয়জয়কার। তবে এবার তারাও বিপিএল শেষ হওয়ার আগেই চলে যাচ্ছেন নিজের দেশে।


ঢাকায় দ্বিতীয় পর্ব শেষে এখন সিলেট-পর্বের অপেক্ষা বিপিএলে। ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে খেলা, এরপর আগামী ৩ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল। তবে ঢাকার ওই পর্বের আগেই বিপিএলে থাকা পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে এমন।


পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠানোর মূল কারণ আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ২০ জানুয়ারি এ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের আগামী মৌসুমের সূচি প্রকাশ করে পিসিবি। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে বিপিএল থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠাচ্ছে পিসিবি। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যেই বিপিএল ছাড়তে বলা হয়েছে তাদের।


বিপিএলে এবার প্রতিটি দলেই আছেন একাধিক পাকিস্তানি ক্রিকেটার, দাপটও দেখিয়ে চলেছেন তারা। সিলেট–পর্ব শুরুর আগে যে তিনটি সেঞ্চুরি দেখেছে বিপিএলের এবারের আসর, সব কটিই করেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটও পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজের।


বিপিএলের এ মৌসুমে কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেলছেন শুরু থেকেই। কয়েকজন যোগ দিয়েছেন পরে। উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান আগের রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলে পরদিন ঢাকায় নামেন, এরপর হেলিকপ্টারে চট্টগ্রাম গিয়ে খেলতেও নেমে যান। রংপুরে নিয়মিত অধিনায়ক নুরুল হাসানের অনুপস্থিতিতে শোয়েব মালিক অধিনায়কত্বও করেছেন।


এবার বিপিএলে সবচেয়ে বেশি পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার আছেন কুমিল্লাতে। রিজওয়ান ছাড়াও কুমিল্লায় আছেন খুশদিল শাহ, হাসান আলী, নাসিম শাহ ও আবরার আহমেদ। সর্বশেষ ম্যাচে প্রথমবারের মতো নেমেই ঝলক দেখিয়েছে ফাস্ট বোলার নাসিম। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে সে ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন আরেক পাকিস্তানি—খুশদিল শাহ।


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com