শিরোনাম
ডিএসইএক্স ৬ হাজার পয়েন্ট ছুঁই ছুঁই
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৭, ১৫:৪১
ডিএসইএক্স ৬ হাজার পয়েন্ট ছুঁই ছুঁই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স রবিবার সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। এদিন সূচকটি ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০৭ পয়েন্টে। আর মাত্র ৯৩ পয়েন্ট বাড়লেই সূচক পৌঁছাবে ৬ হাজার পয়েন্টে।


এদিকে ডিএসইতে আজ আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে। রবিবার ডিএসইতে ৯১৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৫৮ কোটি ৬৭ লাখ টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে এক হাজার ৭৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।


এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৩০ পয়েন্টে।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচক সর্বোচ্চ অবস্থানে রয়েছে। আজ সিএসইতে ৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com