শিরোনাম
লেনদেন নেমেছে ৪০০ কোটির ঘরে
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৮
লেনদেন নেমেছে ৪০০ কোটির ঘরে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ধারাবাহিক পতনে রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে নেমে গেছে। এদিন ডিএসইতে ৪৩২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে ২৩ জুলাই ডিএসইতে ৪৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


এদিকে রবিবার ডিএসইতে মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছে। সূচকের পতনে বড় ভূমিকা রেখেছে গ্রামীণ ফোন, স্কয়ারফার্মা, বেটবিসি, আইসিবি ও শাহাজালাল ব্যাংকের শেয়ার।


ডিএসইতে আগের দিনের তুলনায় ৮৪ কোটি ২৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৯৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর।


ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৩ পয়েন্ট কমে ৬ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৫০ পয়েন্টে।


অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৯০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর। সূত্র: অর্থসূচক


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com