শিরোনাম
পুঁজিবাজার মেলা বৃহস্পতিবার শুরু
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৮:০৯
পুঁজিবাজার মেলা বৃহস্পতিবার শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাজার ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে শুরু হচ্ছে তিনদিনব্যাপী পুঁজিবাজার মেলা।


এ মেলা চলবে ৯ ডিসেম্বর শনিবার পর্যন্ত। পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কোম্পানি ও সংস্থা এ মেলায় অংশ নেবে।


মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আয়োজক অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান।


তিনি বলেন, পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এ বাজারের ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট এক্সপোর আয়োজন করা হচ্ছে। এবারের এক্সপোতে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানিসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।


প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্যাপিটাল মার্কেট এক্সপো সবার জন্য খোলা থাকবে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com