
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আজ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪৬৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১০ কোটি ২৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৪৫৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৪৩ পয়েন্টে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৮৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।
ডিএসইর মঙ্গলবার দর বাড়ার শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬২২ বারে ৭ লাখ ৯৬ হাজার ২৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৩ লাখ টাকা।
এদিকে লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে যায় রূপালী ব্যাংকের শেয়ারে। এতে কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করে সার্কিট ব্রেকারে। আজ রূপালী ব্যাংকের সর্বশেষ লেনদেনটি হয় ৬২ টাকা ৫০ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫৬ টাকা ৯০ পয়সা। সূত্র: অর্থসূচক
বিবার্তা/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]