শিরোনাম
৬ বছরের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৭, ১৫:২৩
৬ বছরের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের পুঁজিবাজারে মঙ্গলবার মূল্য সূচকের সাথে লেনদেনেও রেকর্ড হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন লেনদেনের পরিমাণ ২ হাজারের ঘর অতিক্রম করে রেকর্ড গড়েছে।


মঙ্গলবার ডিএসইতে দুই হাজার ৬৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১০ সালের ৭ ডিসেম্বর ডিএসইতে দুই হাজার ৫০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


আজ ডিএসইতে আগের দিনের তুলনায় ২০৮ কোটি ৪৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে এক হাজার ৮৫৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।


এদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৪ পয়েন্টে।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন রেকর্ড পরিমাণ বেড়েছে। আজ সিএসইতে ১১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৬৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com