শিরোনাম
২৬ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৭, ১৬:০৪
২৬ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সোমবার দুই স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৪ পয়েন্টে; যা গত ২৬ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান।


এর আগে ২০১৪ সালের ২১ অক্টোবর ডিএসইএক্স ৫ হাজার ২৩৩ পয়েন্টে উঠেছিল।


এদিকে সোমবার ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। আজ ডিএসইতে এক হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৭১ কোটি ৬৬ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে এক হাজার ৭৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।


এদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৩০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৭৯ পয়েন্টে।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com