শিরোনাম
আল্লাহর অপছন্দীয় চার বিষয়
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৬, ০৮:৩৭
আল্লাহর অপছন্দীয় চার বিষয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মানুষের পাপ কাজের সীমারেখা রয়েছে। মানুষ ছোট বড় গুনাহ করে। এসব গুনাহের মধ্যে কোন কোনটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়। এসব গুনাহ আল্লাহ তায়ালা সহজে ক্ষমা করেন না। এর জন্য পরকালেও রয়েছে ভয়াবহ শাস্তি। তাই এসব গুনাহ থেকে বান্দার সতর্ক থাকা উচিত।


ইমাম আবু লাইছ সমরকান্দী রহ. তাঁর ‘তাম্বিহুল গাফেলিন’গ্রন্থে মানুষের জন্য চারটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। যে চারটি বিষয় আল্লাহ তায়ালা পছন্দ করেন না।


নামাজে অবহেলা করা অর্থাৎ নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ না পড়ে দেরি করা। কুরআন তিলাওয়াতের সময় অযথা (অপ্রয়োজনীয়) কথাবার্তা বলা।


রোজা থাকাকালীন সময়ে স্ত্রী সহবাস করা।


কবরস্থানে বসে হাসাহাসি করা। কেননা কবরস্থান মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। সেখানে না হেসে মৃত্যু কথা স্মরণ করাই শ্রেয়।


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাসময়ে নামাজ আদায়, মনোযোগের সঙ্গে কুরআন তিলাওয়াত শ্রবণ, রোজা অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এবং কবরস্থানে হাসাহাসি না করে আল্লাহ স্মরণ করাসহ তাঁর যাবতীয় বিধিনিষেধ মেনে চলার তাওফিক দান করুন।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com