শিরোনাম
১৫ জানুয়ারি হজের প্রাক নিবন্ধন শুরু
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৬, ১৪:১৪
১৫ জানুয়ারি হজের প্রাক নিবন্ধন শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০১৭ সালে পবিত্র হজে গমনেচ্ছুদের জন্য প্রাক নিবন্ধন কার্যক্রম আগামী ১৫ জানুয়ারি শুরু হচ্ছে। আজ মঙ্গলবার রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ প্রাক নিবন্ধন কার্যক্রমের সঙ্গে জড়িতদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ তথ্য জানান।


তিনি বলেন, গত বছর যারা প্রাক নিবন্ধন করেও যেতে পারেননি তারা অগ্রাধিকার ভিত্তিতে এবার হজে যাবেন। প্রাক নিবন্ধন থেকে শুরু করে হজ পালন পর্যন্ত সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সুব্যবস্থা নিশ্চিত করতে চেষ্টা চালাবেন বলে মন্তব্য করেন।


ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর এক লাখ এক হাজার ৮২৯ জন হজ পালন করেন। কিন্তু হজ পালন করতে ইচ্ছুক মোট প্রাক নিবন্ধনকারীর সংখ্যা ছিল এক লাখ ৪০ হাজার। ফলে প্রাক নিবন্ধন করেও ৩৮ হাজারেরও বেশি মানুষ হজে যেতে পারেননি।


গত বছর পর্যন্ত হজে এ ও বি দুই ক্যাটাগরির সরকারি প্যাকেজ থাকলেও আগামী বছর একটি প্যাকেজ ঘোষণার চিন্তাভাবনা করছে ধর্ম মন্ত্রণালয়।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com