শিরোনাম
রবিবার মসজিদভিত্তিক শিক্ষার্থীদের বই বিতরণ
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৭:২৯
রবিবার মসজিদভিত্তিক শিক্ষার্থীদের বই বিতরণ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় নতুন বছর সাড়ে ১৯ লাখ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হবে। আগামী ১ জানুয়ারি, রবিবার সকাল ১০ টায় দেশের প্রতিটা কেন্দ্রে এই বই বিতরণ করা হবে।


ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সহকারী পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন বছর সারা দেশের মোট ৫১ হাজার ৫৬৮টি কেন্দ্রে ১৯ লাখ ৪১ হাজার ২শ শিশু ও বয়স্ক শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করা হবে।


এজন্য মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সব শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কেন্দ্র মনিটরিং কমিটির সদস্য, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আলেম-ওলামাগণকে কেন্দ্রে উপস্থিত থেকে কোমলমতি শিশু ও বয়স্ক শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com