শিরোনাম
যে দশ সূরা দশ বিপদ থেকে বাঁচাবে
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৬, ১০:৩৬
যে দশ সূরা দশ বিপদ থেকে বাঁচাবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আল্লাহ মানুষকে বিভিন্ন সময় নানা বিপদে ফেলে পরীক্ষা করেন। শুধু ইহকালে নয় আল্লাহ মানুষকে পরকালেও পাপের শাস্তি দেবেন। ইহকালের বিপদ কিংবা পরকালের শাস্তির হাত থেকে তৎক্ষণাৎ রক্ষা পাওয়ার উপায় বলে দেয়া আছে আল কোরআনে। আল কোরআনের এমন দশটি সূরা আছে যেগুলো বিপদে পড়ার পর পাঠ করলে আল্লাহর রহমতে আপনি রক্ষা পাবেন। সূরাগুলো নিম্নরূপ:


● সূরা ফাতিহা আল্লাহর গজব হতে রক্ষা করবে।


● সূরা ইয়াসীন কিয়ামতের দিন পিপার্সাত হওয়া থেকে রক্ষা করবে।


● সূরা দুখান কিয়ামতের দিনের ভয়াল অবস্থা হতে রক্ষা করবে।


● সূরা ওয়াকি’আ দরিদ্রতা হতে রক্ষা করবে।


● সূরা মূলক কবরের আজাব হতে রক্ষা করবে।


● সূরা কাওসার শত্রুর অনিষ্ট হতে রক্ষা করবে।


● সূরা কাফিরুন মৃত্যুর সময় কুফরী হতে রক্ষা করবে।


● সূরা ইখলাস মুনাফিকী হতে রক্ষা করবে।


● সূরা ফালাক হিংসুকের হিংসার হতে রক্ষা করবে।


● সূরা নাস যাবতীয় ওয়াসওয়াসা হতে রক্ষা করবে।


এক আল্লাহর সত্য বাণী আল কোরআনই পারে সকল মুসলিমকে রক্ষা করতে। সকলে আমলগুলো করার চেষ্টা করুন, আল্লাহ্‌ আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ্।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com