গণজাগরণের এক দশক পূর্তি অনুষ্ঠান শুরু
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৯
গণজাগরণের এক দশক পূর্তি অনুষ্ঠান শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাসহ নানা দাবিতে গণজাগরণের এক দশক পূর্তি অনুষ্ঠান শুরু হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে গণজাগরণের এক দশক পূর্তি অনুষ্ঠান শুরু হয়। গান, কবিতা ও আলোর মিছিলে গণজাগরণের দশক পূর্তি পালন করছেন সংগঠকরা।


উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে গণজাগরণ মঞ্চ। সেই সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান নেন কিছু মুক্তমনা মানুষ। গড়ে উঠে গণজাগরণ মঞ্চ। পরে দ্রুত সময়ের মধ্যে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে এ আন্দোলন। কাদের মোল্লার ফাঁসি কার্যকর হলেও থেমে থাকেনি এ আন্দোলন।



মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধসহ আরো বেশ কিছু দাবির বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগঠনটি।


বিবার্তা/সোহেল-সাইদুল/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com