
দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিকদের উপর বহিরাগতদের হামলা, জোর করে ৭ জনকে চাকরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সোমবার (৫ মে ২০২৫) সংগঠনের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ৪ মে রাতে জনকণ্ঠে কর্মরত সাংবাদিকের উপর হামলা করা হয়। চাকরিচ্যুত করা হয় ৭ জন সাংবাদিককে। পদত্যাগে বাধ্য করার জন্যে অনেককে চাপও দেওয়া হচ্ছে। এই ন্যাক্কারজনক ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন নেতৃবৃন্দ। চাকরিচ্যুত সাংবাদিকদের অবিলম্বে পুনর্বহালের দাবি জানান তারা।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]