পঞ্চগড়ের বোদায় বিস্ফোরক দ্রব্য আইনে পিতা-পুত্র আটক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৭:০৮
পঞ্চগড়ের বোদায় বিস্ফোরক দ্রব্য আইনে পিতা-পুত্র আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মহিষবাথান এলাকার নিজ বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য আইনে পিতা ও পুত্রকে আটক করেছে বোদা থানা পুলিশ।


৪ মে, রবিবার রাতে তাদেরকে আটক করে আইনি প্রকৃয়া শেষে জেলা হাজতে প্রেরণ করা হয়। আটক পিতা ময়ুর রহমান (৬৩) উপজেলার বড়শশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুত্র সোহেল রানা সোহাগ (২২) বাংলাদেশ ছাত্রলীগ বড়শশী ইউনিয়নের সভাপতি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ নভেম্বর উপজেলার বেংহাড়ী ইউনিয়নের এক জনসভায় বোমা বিস্ফোরনের ঘটনায় যুবদল কর্মী সোহাগ বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। দায়ের করা মামলা নং- ০৪। সেই মামলায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।


বোদা থানার অফিসার ইনচার্জ(ওসি) আজিম উদ্দিন পিতা ও পুত্রকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com