মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ও নিয়োগের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ : ০৫ মে ২০২৫, ২২:৪৩
মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ও নিয়োগের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন
শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের ২০১৫ সালে সৃজিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট পদে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ ও মেরিন সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা।


সোমবার (৫ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে শেকৃবির এম মহবুবউজ্জামান অ্যাকাডেমিক ভবন এর সামনে থেকে মানববন্ধনটি শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।


২০১৫ সালের এপ্রিলে উপসচিব মো. সফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রস্তাবনায় “মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা” পদে ৩৯৫টি নতুন পদসহ মোট ৬৩৭টি স্থায়ী পদ সৃজনের প্রস্তাবনা উত্থাপন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগ এই প্রস্তাবে সম্মতি দিলেও বিগত ১০ বছরেও তা বাস্তবায়ন হয়নি।


প্রস্তাবনায় উল্লেখ ছিল, বিসিএস (মৎস্য) কম্পোজিশন ও ক্যাডার রুলস সংশোধন, নতুন পদসমূহ নিয়োগবিধিতে অন্তর্ভুক্তকরণ এবং ধাপে ধাপে তিন বছরের মধ্যে সরাসরি নিয়োগ কার্যক্রম গ্রহণের নির্দেশনা। কিন্তু এসব নির্দেশনার বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, নবম গ্রেডভুক্ত “মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা” পদটি শুধুমাত্র ফিশারিজ ও মেরিন সায়েন্স অনুষদের জন্য নির্ধারিত। তারা দাবি জানান, নতুন পদ সৃজন নয়, বরং ২০১৫ সালে সৃজিত স্থায়ী পদগুলোর দ্রুত বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।


মানববন্ধনে শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো:
১. ২০১৫ সালের সৃজিত অর্গানোগ্রামের পূর্ণ বাস্তবায়ন।
২. “মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা” পদ নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করা।
৩. ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু করে মৎস্য খাতে দক্ষ জনবল নিশ্চিত করা।


শিক্ষার্থীরা আরও বলেন, দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন ও দক্ষ জনবল ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই অর্গানোগ্রাম বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই বিষয়ে তারা মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


বিবার্তা/ফাহিম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com