
বাগেরহাটের মোরেলগঞ্জে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এর আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
৫ মে, সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৩৭ জন কৃষক ও কৃষাণীর মাঝে প্রদর্শনী স্থাপনের জন্য ফলজ গাছের চারা, বীজ, নেট ও সাইনবোর্ড বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভানা বিনা রিতু, ১৬ ইউনিয়ন ও পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা তাদের পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিকর সবজির উৎপাদন বাড়াতে সক্ষম হবেন, যা পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত আয় বৃদ্ধিতেও সহায়ক হবে।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]