রামগঞ্জে মাছ লুট নিয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০০:০৯
রামগঞ্জে মাছ লুট নিয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি দিঘী থেকে ১০ লাখ টাকার মাছ লুটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।


বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম জুয়েল, রেজাউল করিম রেজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন, করপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াছিন আরাফাত, প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, দিঘী নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগ নেতারা জোরপূর্বক দিঘীটি দখল করে রেখেছিল। এর আগে বিদ্যালয়ের দখলেই ছিল দিঘীটি। ৫ আগস্টের পর এলাকাবাসী আওয়ামী ফ্যাসিস্টদের কাছ থেকে দিঘী উদ্ধার করে বিদ্যালয়কে বুঝিয়ে দিয়েছে। মাছ লুটের মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ প্রকাশে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়েছে৷ আমরা এ সংবাদের প্রতিবাদ জানাই।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ১৯৬৯ সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তখন থেকে বিদ্যালয়ের অধীনেই দিঘীটি ছিল। এর থেকে উপার্জিত অর্থ বিদ্যালয়ের কাজে ব্যবহার করা হত।


বিএনপি নেতা রেজাউল করিম রেজু বলেন, দিঘীটি ইজারা নেওয়ার ঘটনা ভিত্তিহীন। বিগত সরকারের সময় বিদ্যালয়ের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ইউএনও ও এসিল্যান্ডকে দিয়ে যেভাবেই হোক একটি কাগজ করিয়েছে। আমরা ইউএনও ও এসিল্যান্ড অফিসে যাচাই করে ওই কাগজের কোন তথ্য পাইনি। মামলা চলমান অবস্থায় দিঘী ইজারা দেওয়ার সুযোগ নেই। মাছ নিয়ে যারা মিথ্যা অভিযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০২৪ সালে ৪১ হাজার টাকা মূল্যে তিন বছরের জন্য দিঘিটির ইজারা পায় ফতেহপুর দিঘিরপাড় মৎস্যজীবী সমবায় সমিতি। দিঘিটির আয়তন প্রায় আড়াই একর। ইজারা পাওয়ার পর থেকে সমিতি কর্তৃপক্ষ দিঘিতে মাছ চাষ করে আসছে।


প্রসঙ্গত, ইজারাকৃত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের অভিযোগের ভিত্তিতে 'লক্ষ্মীপুরে সরকারি দিঘির ১০ লাখ টাকার মাছ লুট'সহ বিভিন্ন শিরোনামে কয়েকটি জাতীয় অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এতে করপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মিজানুর রহমান মিন্টুর বড় ভাই শাহজাদা বাবুল লোকজন নিয়ে মাছ লুট করেন বলে অভিযোগ করে বেলাল।


বিবার্তা/সুমন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com