
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকার ৬৫টি বাচ্চা ফুটেছে।
সোমবার (৫ মে) সকালে বাচ্চাগুলো কচ্ছপ লালনপালন কেন্দ্রের প্যানে রাখা হয়েছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, গত ১৫ ই ফেব্রুয়ারি তিনটি কচ্ছপ ৮২ টি ডিম দেয়। সেই ডিম প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ের স্যান্ড বিচে সংরক্ষণ করা হয়। এরপর আজ সকাল পর্যন্ত একে একে ৬৫টি বাচ্চা ফুটে বের হয়। স্যান্ড বিচ থেকে বাচ্চাগুলোকে তুলে ওই কেন্দ্রের প্যানে রাখা হয়েছে। প্যানে রেখে লালন-পালনের পর ছেড়ে দেয়া হবে কেন্দ্রের পুকুরে। বিলুপ্তপ্রায় প্রজাতির এ কচ্ছপ আমরা খুব গুরুত্বের সঙ্গে লালনপালন করে আসছি। বংশবৃদ্ধিতে আমরা সার্বক্ষণিক নজরে রাখছি। এর আগেও আমাদের এখানে বাটাগুর বাসকা কচ্ছপ ডিম দিয়েছে। সেই ডিম থেকে বাচ্চাও ফুটেছে। বর্তমানে এ কেন্দ্রে বিভিন্ন বয়সী মোট ৪৫৮টি কচ্ছপ রয়েছে।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]