
বাসায় ঢুকে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান এবং দুই এসআই বেলাল ও মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৫ মে) ডিএমপির মুখপাত্র ও উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২ মে ডিএমপি কমিশনারের কাছে লিখিত এক অভিযোগে শিক্ষাবিদ ও কলামিস্ট ড. আব্দুল ওয়াদুদ দাবি করেন, কলাবাগান থানার ওসি সন্ত্রাসী নিয়ে গভীর রাতে তার বাসায় হামলা চালিয়ে চাঁদা দাবি করেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।
লিখিত অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ড. ওয়াদুদ।
তিনি অভিযোগে বলেন, গত ২৯ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে এসআই বেলালের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও ১৫ থেকে ২০ জনের একটি দল তার বাসায় জোরপূর্বক প্রবেশ করে। পরিস্থিতি দেখে তার ম্যানেজার জরুরি ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে আরও একদল পুলিশ ঘটনাস্থলে আসে। কিছুক্ষণ পর শাহবাগ ও নিউমার্কেট থানার টহল টিমের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সে সময় ওসি মোক্তারুজ্জামান তাদের চলে যেতে বলেন।
ড. ওয়াদুদ আরও বলেন, পুলিশ সদস্য মান্নান তাকে আড়ালে নিয়ে এক কোটি টাকা দাবি করে বলেন, এ টাকা দিলে থানায় নেয়া হবে না। দেন-দরবারের একপর্যায়ে তিনি এসআই বেলাল ও মান্নানের হাতে দুই লাখ টাকা তুলে দেন। পুলিশেরা এ সময় বাকি টাকা পরদিন ব্যাংকিং আওয়ারে দেয়ার শর্তে তিনজন সিভিল পোশাকধারী ব্যক্তিকে বাসায় পাহারায় রেখে যান, যারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]