
নাটোরের গুরুদাসপুরে এক মুদি দোকানে ভ্রাম্যমান অভিযানে ১ লাখ টাকা জরিমানা ও দোকান সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৫মে) শেষ বিকালে পৌরশহরের চাঁচকৈড় বাজারে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ।
জানাগেছে, চাঁচকৈড় বাজারের সুমনা এন্টার প্রাইজ নামক মুদি দোকানে শ্রী গোপাল কুন্ডু দীর্ঘদিন ধরে মানহীন,মেয়াদ উত্তীর্ন পন্য নকল বিড়ি-সিগারেট ও শিশু খাদ্য মজুদ ও বিক্রি করে আসছিলেন। সোমবার বিকাল ৫ টার দিকে খুচরা দোকানীর আলমগীর হোসেনের কাছে নকল স্টার সিগারেট ও মনোমহন বিড়ি বিক্রি করেন।
খুচরা ক্রেতার কাছে পন্যগুলো নকল মনে হলে তিনি ওই সিগারেট ও বিড়ি কোম্পানীর উপজেলায় কর্মরত বিক্রয় প্রতিনিধি মাহবুবুর রহমানকে অবহিত করেন। তারা এসে হাতে-নাতে নকল পন্য সামগ্রীগুলো ধরে ফেললে দোকানি গোপাল কুন্ডু তাদের শারীরিকভাবে লাঞ্চিত করে। এসময় তারা উপজেলা প্রশাসনের খবর দিলে তাদের উপস্থিতি টের পেয়ে দোকানী তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
উপজেলা প্রশাসন তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে বিপুল পরিমাণ মজুদ নকল ও মানহীন শিশু খাদ্য জুস, পটেটো, চাটনি, চকলেট, পানীয়, জর্দা, তেল, টেষ্টি স্যালাইনসহ নানা খাদ্য সামগ্রী পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, অনুমোদনহীন (বিএসটিআই) ভেজাল পন্য রাখার অপরাধের ৫৩ ধারায় দোকানীকে ১ লাখ টাকা জরিমানা ও দোকান সিলগালা করা হয়েছে। অনাদায়ে অর্থদন্ড ও জেল উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ভেজাল মানহীন পণ্য বিক্রি করবেন না এমন মুচলেকা নেয়া হবে। সন্তোষজনক মনে হলে ব্যবসার অনুমতি দেয়া হবে।
বিবার্তা/জনি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]