ইন্দুরকানীতে মাদ্রাসার অধ্যক্ষ লাঞ্ছিত
প্রকাশ : ০৫ মে ২০২৫, ২২:৫১
ইন্দুরকানীতে মাদ্রাসার অধ্যক্ষ লাঞ্ছিত
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদ্রাসার অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।


৫ মে, সোমবার সকালে ইন্দুরকানী এফ করিম আলীম মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে।


অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আরবি প্রভাষক মাওলানা মাহাবুবুর রহমান নিয়মিতভাবে মাদ্রাসায় নির্দিষ্ট সময়ে উপস্থিত হয় না। কোনো নিয়ম তোয়াক্কা না করে তার নিজের খেয়াল খুশিমতো মাদ্রাসায় আসা যাওয়া করেন। আর এই অনিয়মের প্রতিবাদ করার কারণে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলামের সাথে অফিস কক্ষে মাওলানা মাহাবুবুর রহমানের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত ব্যাক্তি মাদ্রাসার অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অন্য শিক্ষকরা তখন তাকে গালিগালাজ করতে নিষেধ করেন। তখন আরো উত্তেজিত হয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কিল-ঘুষি মারতে থাকেন এবং মারতে মারতে মাদ্রাসার কক্ষের ভিতর থেকে মাদ্রাসার মাঠে ফালাইয়াও মারধর করেন। পরে শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রন করেন ।


মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, মাওলানা মাহাবুবুর রহমান নিয়মিত ভাবে মাদ্রাসার আসেন না। সকাল ১০ টায় উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সকাল ১১ টার পরে আসেন। আবার মাদ্রাসা ছুটি হবার পূর্বেই চলে যান। অন্যান্য শিক্ষকরাও এই প্রতিবাদ করলেও তাদের সাথে ভালো ব্যবহার করেন না। তিনি এই চাকুরির সাথে সাথে কয়েক মের্সাস আব্দুল্লাহ নামে ইন্দুরকানী বাজারে ও পত্তাশী বাজারে ইসলামী এজেন্ট ব্যাংক পরিচালনা করেন। এছাড়াও প্রাইম লাইফ ইন্সুইরেন্স কোম্পানীতে ইন্দুরকানী সদরের ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে ইন্সুরেন্সে টাকা আত্মসাথ করা অভিযোগ পাওয়া যায়। এছাড়াও আমার অনুপস্থিতে আমার স্বাক্ষর জাল করে একটি ভুয়া ভাউচার দাখিল করেন ।


নাম প্রকাশের অনিচ্ছুক একজন জানান, তিনি টাকা ও জামায়াতের সমার্থক হওয়ায় ব্যাংক গ্রাহকদের সাথে খারাপ আচারন করেন ।


অভিযুক্ত আরবি প্রভাষক মোঃ মাহবুবুর রহমান জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সে একজন অদক্ষ লোক। সে এক এক সময় এক একটি নিয়ম চালু করেন আসলে সে পাগল ।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বীন মুহাম্মদ আলী বলেন, বিষয়টি আমি আপনার মাধ্যমে জানতে পারলাম, তবে এই বিষয়ে লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব ।


বিবার্তা/শামীম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com