রোমান্টিক কবি সম্পদ বড়ুয়ার প্রথম কাব্যগ্রন্থ ‘মৌনতার কোলাহল'
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৮
রোমান্টিক কবি সম্পদ বড়ুয়ার প্রথম কাব্যগ্রন্থ ‘মৌনতার কোলাহল'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রোমান্টিক কবি সম্পদ বড়ুয়ার প্রথম কাব্যগ্রন্থ ‘মৌনতার কোলাহল'। জীবনের সকল অভিজ্ঞতা কবি পরম মমতায় নিজের ঝুলিতে তুলে নিয়ে নাটাই সুতোর মতো একটু একটু করে ছেড়ে দেন কল্পনার সীমাহীন আকাশে যেখানে ডানা মেলে উড়ছে কবিতার বাঁধনছেড়া ঘুড়ি। উপমা-উৎপ্রেক্ষা, অনুপ্রাস আর শব্দের দ্যোতনায় এ কাব্যগ্রন্থে ফুটে উঠেছে কবিতার শত শত ফুল ।


রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়ার কবিতার বই 'মৌনতার কোলাহল' প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি ২। বইটি প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা অন্যপ্রকাশ। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বইটির মোড়ক উন্মোচন করেন। বইটিতে বঙ্গবন্ধু, স্বাধীনতা, প্রেম বিরহ, করোনা মহামারিসহ বিভিন্ন বিষয়ে ৭০টি কবিতা রয়েছে।


মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির লেখক সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান, অন্যপ্রকাশ এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এবং পরিচালক আব্দুল্লাহ নাসের উপস্থিত ছিলেন।


সম্পদ বড়ুয়া কবি, অনুবাদক, গল্পকার। জন্ম চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া গ্রামে। পেশায় সরকারি কর্মজীবী। বর্তমানে সরকারের সচিব হিসেবে কর্মরত আছেন । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক ফিনান্সে এমএসসি ডিগ্রি অর্জন করেন।


কলেজজীবনে ছড়া, গল্প, কবিতা লেখার মাধ্যমে লেখালেখি শুরু। সেই সময় থেকে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর প্রচুর ছড়া, গল্প, কবিতা, অনুবাদকর্ম । মূলত কবিতাই তাঁর প্রধান আরাধ্য । প্রকাশিত গ্রন্থ : আলবার্তো মোরাভিয়ার গল্প (জাতীয় সাহিত্য প্রকাশ, ২০০৩), বার্ট্রান্ড রাসেল-আত্মকথা-১ম খণ্ড (সাহিত্যিকা, ২০০৪) আফ্রিকার প্রাণীদের গল্প (বাংলাদেশ শিশু একাডেমি, ২০১৫, পুনর্মুদ্রণ ২০২২), গল্প দেশে দেশে (হাক্কানী পাবলিশার্স, ২০১৫), কত দেশ কত গল্প (বেঙ্গল পাবলিশার্স, ২০১৮), কাজুও ইশিগুরোর গল্প (অন্যপ্রকাশ, ২০২০)।


বিবার্তা/সানজিদা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com