শেখ হাসিনার যুদ্ধ কাছ থেকে দেখেছি: আলাউদ্দিন নাসিম
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১৭:২৫
শেখ হাসিনার যুদ্ধ কাছ থেকে দেখেছি: আলাউদ্দিন নাসিম
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, শেখ হাসিনার যুদ্ধ কাছ থেকে দেখেছি। তিনি ভোগবিলাস পায়ে ঠেলে মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন। সাধারণ জীবনই উনার বড় বৈশিষ্ট্য।


তিনি বলেন, জাতির জনকের মৃত্যুর পরে দেশে বিভীষিকাময় পরিস্থিতি হয়েছিল। তখন বঙ্গবন্ধুসহ আওয়ামী লীগের নাম নেয়া নিষিদ্ধ হয়েছিল। পাঠ্যপুস্তকে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেয়া হয়েছিল। এমন সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরার পর দলীয় ঐক্য বজায় রাখা চ্যালেঞ্জ ছিল।


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ১৭ মে, শুক্রবার সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


আলাউদ্দিন নাসিম বলেন, আগামী সপ্তাহ থেকে ফুলগাজী-পরশুরামে প্রতিটা গ্রামে ঘুরবো। উঠান বৈঠক করবো। চা-বিস্কুট খাওয়াবো। গুণ্ডা-পাণ্ডা, হোন্ডা লাগবে এটাতে বিশ্বাস করি না। দরজা বন্ধ করে জনগণকে ভোট বঞ্চিত করে এমপি হবার ইচ্ছা নাই। জনগণের মন বুঝে আগামীতে নির্বাচন করবো। কারো উল্টাপাল্টা কাজের দায়িত্ব নিবনা। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।


ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি কর। কারো ভবিষ্যৎ কেউ গড়ে দেবেনা। মা-বাবার সেবা করো। প্রভাবশালী নেতা হওয়ার চেষ্টা করবেনা। জনপ্রিয় নেতা হতে হবে। প্রভাবশালী রাজনীতিক বলতে অভিধানে নেই। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে কী হয়েছে সেটা জানি না, সামনের দিকে চলতে চাই।


স্থানীয় পৌর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি এম. মোস্তফা।


পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল, ফুলগাজী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন মজুমদার, অ্যাডভোকেট এএসএম শহিদ উল্যাহ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাফর উল্যাহ মজুমদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মুন্সি মোর্শেদ আলম।


এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, মহামায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিনু, ঘোপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, সাবেক চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন স্বপন, মহামায়া ইউনিয়ন সাধারণ সম্পাদক গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন, পৌর যুবলীগ সভাপতি কাজী নুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহবায়ক নুরুল করিম সবুজ প্রমুখ।


সভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন নাসিম চৌধুরী।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com