
ভোলা সদর উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাচন অফিস ভোলা সদরের আয়োজনে ভোট গ্রহণকারী (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে, শনিবার দুপুর ১২ টার দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপজেলা নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিষয় ও আইন-শৃঙ্খলা নিরাপত্তা বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা নির্বাচন অফিস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
বিবার্তা/শাহীন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]